আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রতিবেশী দেশের তুলনায় দেশে চালের দাম কম: খাদ্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিবেশী দেশের তুলনায় দেশে চালের দাম কম: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রতিবেশী যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে খুচরা পর্যায়ে চালের দাম তুলনামূলকভাবে কম আছে।

সোমবার বিকালে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের সরকার সার, বীজ, কীটনাশকসহ পানি, বিদ্যুৎ এসব মিলিয়ে প্রতি কেজি চাল উৎপাদনে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে। আমরা চাই ভোক্তারা বিশেষ করে নিম্নবিত্ত মানুষ যাতে আরো কম মূল্যে পায় সেজন্য এই খাদ্যবান্ধব কর্মসূচি।

এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনসহ উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন