ইলিশ রক্ষায় জেলেদের মাঝে সরকারি চাল বিতরণ

উপজেলা প্রতিনিধি, টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২: ৪৩

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ২০০ জেলের মধ্যে প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান। প্রধান অতিথি ছিলেন টংগিবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবী সমিতি মুন্সীগঞ্জ জেলার সভাপতি জয়নাল খালাসি, ইউপি সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবীরা।

মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মৎস্যজীবীদের পাশে থাকতে সরকার বদ্ধপরিকর।”

চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় জেলেরা। তারা জানান, এ সহায়তা তাদের পরিবারকে ইলিশ মাছ শিকার নিষিদ্ধ মৌসুমে টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত