জেলা প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে নিয়ন্ত্রণ ও ইজারা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই সাবেক নেতার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।
এর জেরে শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে নরসিংহপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্রায় দেড় শতাধিক যানবাহন। ফলে তীব্র যানজট ও যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নরসিংহপুর ফেরিঘাটের ইজারা উত্তোলনকে কেন্দ্র করে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এক পক্ষ ঘাটে এসে ইজারা তোলার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় সংঘর্ষের আশঙ্কা। নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ঘাটের ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রায় দেড় শতাধিক গাড়ি ঘাট এলাকায় আটকে আছে। যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’
এদিকে ঘাটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রী নয়, খাদ্যপণ্য, চিকিৎসা সরঞ্জামসহ জরুরি পরিবহনও আটকে গেছে।
এ ঘটনায় ফেরি চলাচল কখন স্বাভাবিক হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। যাত্রীরা চেয়ে আছেন কখন চালু হবে ফেরি।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে নিয়ন্ত্রণ ও ইজারা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই সাবেক নেতার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।
এর জেরে শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে নরসিংহপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্রায় দেড় শতাধিক যানবাহন। ফলে তীব্র যানজট ও যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নরসিংহপুর ফেরিঘাটের ইজারা উত্তোলনকে কেন্দ্র করে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এক পক্ষ ঘাটে এসে ইজারা তোলার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় সংঘর্ষের আশঙ্কা। নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ঘাটের ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রায় দেড় শতাধিক গাড়ি ঘাট এলাকায় আটকে আছে। যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’
এদিকে ঘাটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রী নয়, খাদ্যপণ্য, চিকিৎসা সরঞ্জামসহ জরুরি পরিবহনও আটকে গেছে।
এ ঘটনায় ফেরি চলাচল কখন স্বাভাবিক হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। যাত্রীরা চেয়ে আছেন কখন চালু হবে ফেরি।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে