সদরপুরে ইজিবাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ২২
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ০৩

ফরিদপুরের সদরপুরে বেপরোয়া গতির ইজিবাইক দুর্ঘটনায় মাহফুজ মাতুব্বর (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। ইজিবাইকের অপর ৫ যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে একজনের আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সদরপুর চন্দ্রপাড়া সড়কে সদরপুর মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে এবং সে সদরপুর সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মাহফুজ বাড়ি থেকে সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ইজিবাইকে উঠে। বেপরোয়া এবং দ্রুতগতির ইজিবাইকটি সদরপুর মহিলা কলেজের সামনে এলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় মাহফুজ অটোর নিচে পড়ে গিয়ে গুরতর আহত এবং অপর ৫ জন সামান্য আহত হয়। স্থানীয়দের সহায়তায় মাহফুজকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত