টঙ্গীতে কেমিক্যাল গুদামে দগ্ধ বাবু হাওলাদারের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০৯

টঙ্গীর বিসিক সাহারা মার্কেটের ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ দোকান কর্মচারী বাবু হাওলাদার (১৮) শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে মঙ্গলবার ও বুধবার ফায়ার সার্ভিসের দু’কর্মী শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত বাবু কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বোয়ালমারী গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে।

তিনি টঙ্গী পূর্ব থানাধীন নতুনবাজার রেলগেট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং গুদামের পাশে একটি দোকানে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বাবু জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯২ ভাগ দগ্ধ ছিল।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে আগুনের ঘটনা ঘটে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং কিছু সাধারণ মানুষ আহত হয়েছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত