সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারাসহ গ্রেপ্তার ২

দৌলতপুর প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২: ০৭
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২: ১৩

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতা মামলায় দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহানারাকে তার বাসা থেকে ২ আগস্ট বিকালে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

একই দিনে উপজেলার কলিয়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল রশিদ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ওসি এম আর আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত জাহানারা আক্তার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মৃত সিদ্দিকুর আলীর মেয়ে। নাশকতার দায়ে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

দৌলতপুর থানার ওসি এম আর আল মামুন বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। জাহানারা আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত