ফরিদপুরের আলফাডাঙ্গায় শত বছরের পুরনো কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১০ ফরিদপুর সিপিসি-৩ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার বুড়াইচ গ্রামের আকবার শেখের বাড়ির পিছনের পুকুর পাড় থেকে শত বছরের পুরনো ১২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।
এসময় আকবার শেখের ছোট ছেলে সাদ্দাম শেখ (৩৪)কে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, কষ্টি পাথরের মূর্তিসহ র্যাব একজনকে গ্রেপ্তারের পর আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

