
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে দুর্বৃত্তের আগুনে দগ্ধ চালক তিন দিন পর মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পারভেজ খান (৪৫) সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
নিহত বাসচালকের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। দুই দিন তার সিসিইউতে চিকিৎসা চলে। গত শনিবার দুপুর ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সেখানে বাবার মৃত্যু হয়। এখানে ময়নাতদন্ত সহ আইনী প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নেওয়ার হবে।
হলি চাইল্ড স্কুলের অধ্যক্ষ ও বাসের মালিক মো. আশরাফুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ সকালে অগ্নিদগ্ধ পারভেজ খান মৃত্যুবরণ করেছে। এখনও লাশ ঢাকায় আছে। বিকেলের দিকে লাশ নিহতের বাড়িতে আনা হবে। মৃত্যুর বিষয়টিও ওসিকে জানানো হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দগ্ধ বাসচালক মারা গেছেন বলে জেনেছি। এর আগে এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) মাঝরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ খান দগ্ধ হন।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে দুর্বৃত্তের আগুনে দগ্ধ চালক তিন দিন পর মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পারভেজ খান (৪৫) সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
নিহত বাসচালকের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। দুই দিন তার সিসিইউতে চিকিৎসা চলে। গত শনিবার দুপুর ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সেখানে বাবার মৃত্যু হয়। এখানে ময়নাতদন্ত সহ আইনী প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নেওয়ার হবে।
হলি চাইল্ড স্কুলের অধ্যক্ষ ও বাসের মালিক মো. আশরাফুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ সকালে অগ্নিদগ্ধ পারভেজ খান মৃত্যুবরণ করেছে। এখনও লাশ ঢাকায় আছে। বিকেলের দিকে লাশ নিহতের বাড়িতে আনা হবে। মৃত্যুর বিষয়টিও ওসিকে জানানো হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দগ্ধ বাসচালক মারা গেছেন বলে জেনেছি। এর আগে এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) মাঝরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ খান দগ্ধ হন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়কে ঘিরে নাশকতা রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে এমন চিত্র। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে কোথাও আওয়ামী লীগ, যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়নি।
৪ মিনিট আগে
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চব্বিশের জুলাই আন্দোলনে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে এ নিরাপত্তা জোরদার করা হয়।
১২ মিনিট আগে
মেঘনা উপজেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় দপ্তর থেকে ১৭ নভেম্বর জারি করা পৃথক চিঠিতে সাবেক সভাপতি মো. রমিজ উদ্দিন (লন্ডনি) ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বহিষ্কারাদেশ তুলে নেয়া হয়।
২৩ মিনিট আগে
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকার ৪২ কিলোমিটারের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
৩১ মিনিট আগে