কৃষি ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে লটারিতে ফ্রিজ জয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৯: ০৯
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯: ৩৯

মালয়েশিয়া প্রবাসী আজগার আলী স্ত্রী রীমা খাতুনের নামে রেমিট্যান্স পাঠিয়ে লটারিতে ফ্রিজ পেয়েছেন।

মালয়েশিয়া প্রবাসী আজগার আলী গত ১২ মার্চ তার স্ত্রী রীমা খাতুনের নামে ৩৪ হাজার ৫০০ টাকা পাঠান। বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) লক্ষীণপুর বাজার শাখার মাধ্যমে এই অর্থ পাঠানোয় পেয়েছে উপহার।

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয় আয়োজিত ১ থেকে ১৫ মার্চের রেমিট্যান্স উৎসবে লটারি জিতে প্রথম পুরস্কার হিসেবে তিনি এ উপহার পান।

পুরস্কার বিতরণ উপলক্ষে মঙ্গলবার যশোরের শার্শার গোড়পাড়া বাজারে কৃষি ব্যাংকের লক্ষণপুর বাজার শাখায় আয়োজিত অনুষ্ঠানে রীমার হাতে ওয়ালটনের ফ্রিজটি হস্তান্তর করেছেন প্রধান অতিথি বিকেবির বিভাগীয় কার্যালয়ের জিএম আবু হাশেম মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেবির যশোর মুখ্য অঞ্চলের সিআরএম এনায়েত করিম এবং এজিএম এস.এম. শামীম রেজা। যশোর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের এসপিও মুহাম্মদ বনী আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণপুর বাজার শাখার ম্যানেজার পলাশ কুমার ঘোষ। সংবাদ বিজ্ঞপ্তি।

বিষয়:

ফ্রিজ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত