আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মুফতি আব্দুস সোবাহান

জেলা প্রতিনিধি, মাদারীপুর
বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মুফতি আব্দুস সোবাহান

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর- ২ আসনে আটদলীয় সম্ভাব্য প্রার্থী মুফতী আব্দুস সোবাহান বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই এদেশীয় জনগন। মুসলিম, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান সবার বাংলাদেশ। তাদের অধিকার মুসলিমদের তুলনায় একটুও কম নয়। তাদের সব কিছুতেই ষোলা আনা হক রয়েছে।

বিজ্ঞাপন

রোববার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মিরিকদিয়া হামিদিয়া কওমী মাদ্ররাসা ও এতিমখানায় ঘরোয়া আলোচনায় সাংবাদিকদের একথা বলেন।

মুফতি আব্দুস সোবাহান বলেন, আগের ফাসিস্ট সরকার বিগত দিনে গরীবদের জন্যে যে ঘর তৈরি করেছিল। তা দুই এক মাসের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আমরা নির্বাচিত হলে এমন করে ঘর তৈরি করে দিবো, যা চল্লিশ বছরেও ঘরে হাত দিতে হবে না। মসজিদ মাদ্রাসা এতিমখানায় বিশেষ নজর দেয়া হবে। যাতে কোন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমের কষ্ট না হয়।

মাদক নিয়ন্ত্রণের জন্যে মাদারীপুর শহরে একটি তিন তলা বিশিষ্ট মাদক নিরাময় কেন্দ করবো, যেখানে মাদকাসক্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।

তিনি আরো বলেন, মাদারীপুর- ২ আসনে ইসলামী সমমনা আট দলীয় জোটের থেকে আমাকে মনোনীত করার বিষয় হাই কমান্ডে চূড়ান্ত হয়েছে। ফলে আমি নির্বাচিত এলাকায় মানুষের সাথে আলাপ আলোচনা করছি। মানুষও আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে গ্রহণ করেছে। আশা রাখি, শরিক হিসেবে জামায়াত, ইসলামী আন্দোলনসহ যারা জোটে আছেন, তারা আমাকে গ্রহণ করবেন। আর আমাকে চূড়ান্ত মনোনীত না করলে যাদের দেয়া হবে, তার পক্ষেই খেলাফত মজলিস কাজ করবে।

এ সময় তার সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এ নেতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন