ভাঙ্গায় অবরোধকারীদের ধাওয়া, উপজেলা পরিষদে আগুন

প্রতিনিধি, (ভাঙ্গা) ফরিদপুর
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১৭
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩২
ছবি: আমার দেশ

নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে সোমবার দুপুর সাড় ১২টার দিকে পুনরায় রাজপথে নেমেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের ধারাবাহিকতায় ভাঙা বাজার দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার লোক উপস্থিত হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

banga-1

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখামাত্র বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে ওঠে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা চালালে জীবনের নিরাপত্তায় ঈদগাঁ মাদরাসা মসজিদে অবস্থান করে রক্ষা পান।

পরে উত্তেজিত জনতা ভাঙ্গা থানা ঘেরাও করে। উপজেলা পরিষদে গিয়ে কয়েকটি রুমে আগুন দেয়। উপজেলা পরিষদের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত