ভ্রাম্যমান আদালত সোমবার মুকসুদপুর উপজেলার আদমপুর নতুন বাজারের ভুয়া চিকিৎসক মো. রেজাউল করিম শেখকে (৪২) তিন মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে।
একই সঙ্গে তার চেম্বার আল করিম ফার্মেসী সিলগালা করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এ আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল, পুলিশ ও আনসার-ব্যাটালিয়ন সদস্যরা।
মো. রেজাউল করিম শেখ কোনো বৈধ চিকিৎসা সনদ বা প্রশিক্ষণ ছাড়া নিজের নামের আগে ‘ডাক্তার’ এবং ডিগ্রি ব্যবহার করে রোগী দেখতেন। তিনি রোগী ভর্তি করে অস্ত্রোপচার করতেন এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতেন। এছাড়া অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহার করতেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, তার চেম্বারে প্রসূতি মৃত্যু ও অঙ্গহানীর অভিযোগ থাকলেও আদালত চলাকালীন সময়ে প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা তাইজুল হোসেন বলেন, রেজাউল করিম প্রায় নয় বছর ধরে আল করিম ফার্মেসী চালাচ্ছিলেন এবং চেম্বার খুলে ভুয়া ডিগ্রির মাধ্যমে রোগী দেখছিলেন।

