আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নরসিংদী থেকে রেলযোগে ঢাকায় বিএনপির হাজারো নেতাকর্মী

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী থেকে রেলযোগে ঢাকায় বিএনপির হাজারো নেতাকর্মী

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাযায় অংশ নিতে দলটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের নির্দেশনায় চারটি ট্রেনে করে নরসিংদী থেকে নেতাকর্মী ও শীতকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় পৌঁছে। বুধবার ভোর ছয়টা থেকে বেলা দশটা পর্যন্ত চারটি ট্রেনে ও একাধিক বাস ভাড়া করে ঢাকায় পৌছে নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

নেতাকর্মীরা জানান, বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা ব্যথিত। তাদের নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে ট্রেনে করে ঢাকায় যাচ্ছে।

এ সময় নরসিংদী শহর বিএনপির সভাপতি মাহমুদ হোসেন বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এর নির্দেশনায় ঢাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চারটি ট্রেনে করে কয়েক হাজার নেতাকর্মী অসাধারণ জনগণ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির সম্পাদক মনজুর এলাহীর নির্দেশনায় একাধিক বাসে করে ঢাকায় যাত্রা দিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...