আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন আল-আমিন

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন আল-আমিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে আল-আমিন (৩০) নামে এক গাড়ি ব্যবসায়ী দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়ার আসক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আল-আমিন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। তিনি পিকআপ ও টমটম ভাড়া দিয়ে সংসার চালাতেন। তবে গত এক বছরে ‘নাইন অ্যাপস’ নামের অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রায় আট লাখ টাকা হারান। জুয়ার টাকার জন্য নিজের দুটি গাড়িও বিক্রি করে দেন তিনি।

বিজ্ঞাপন

আল-আমিনের চাচা সাংবাদিক এখলাস মিয়া জানান, জুয়ার নেশায় ভেঙে পড়লেও আল-আমিন কর্মঠ ও পরিশ্রমী ছিলেন। পরিবার ও স্থানীয়দের কাছে প্রতিশ্রুতি রাখতে সোমবার দুপুরে ৬ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।

আল-আমিন বলেন, ‘গত এক বছরে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন জুয়া খেলব না। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই আসক্তি থেকে মুক্ত থাকতে পারি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন