রাজৈরে কিশোরের আত্মহত্যা, কারণ এখনো অজানা

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২: ৩৬

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বনেরবাড়ি গ্রামে বাপন বাড়ৈ (১৭) নামের এক কিশোর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

সোমবার গভীর রাতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত বাপন বাড়ৈ ওই গ্রামের খোকন বাড়ৈয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা রাতে তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত