আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে ফ্যাসিবাদের দোসরদের ঠেকাতে ফরিদপুরে মশাল মিছিল

জেলা প্রতিনিধি, ফরিদপুর

নির্বাচনে ফ্যাসিবাদের দোসরদের ঠেকাতে ফরিদপুরে মশাল মিছিল
ছবি: আমার দেশ।

ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ না দেয়ার দাবীতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখা।

বিজ্ঞাপন

বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের ইমাম উদ্দিন চত্বরে এসে শেষ হয়। এসময় তারা ‘ফ্যাসিবাদের ঠিকানা.. এই বাংলায় হবে না, একটা একটা লীগ ধর.. ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি নানা ধরনের শ্লোগান দেয়। পরে ইমাম উদ্দিন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২৪ এ আন্দোলনে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে আমরা আশাহত। যারা আমাদের উপর গুলি চালিয়েছিলো, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়।

আওয়ামীলীগের পূনর্বাসন মেনে নেয়া হবেনা দাবী করে বক্তারা বলেন, যারা আওয়ামীলীগের ম্যান্ডেট নিয়ে এতোদিন চলেছে, তাদের আমরা কোনো ভাবেই শুধু এমপি নির্বাচন কেনো রাজনীতিতেও দেখতে চাইনা। ভালো আওয়ামীলীগ সেজে যারা রাজনীতি করতে চাইবেন তাদেরও প্রতিহত করা হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল চৌধুরী, সদস্য সচিব আনিসুর রহমান সজল প্রমূখ।

এসময় তারা দ্রুততম সময়ে ফ্যাসিবাদের দোসরদের মনোনয়ন বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...