আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্যবসায়ী শরীফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
ব্যবসায়ী শরীফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ী শরীফ মিয়া (৩৯) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিহতের স্বজন ও এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল করেন।

বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার সালুয়াদী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিক্ষোভ মিছিলটি পাকুন্দিয়া পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। নিহত শরীফ মিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামা সালুয়াদী গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার সালুয়াদী বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, চাঁদা না দেওয়ায় গত ২৭ মে দুর্বৃত্তরা নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে শরীফ মিয়াকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছোট বোন নিলুফা আক্তার বাদী হয়ে ইউপি সদস্য ইমাম হোসেন মোড়লকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় পুলিশ ইতোমধ্যে প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। নিহতের ছোট বোন নিলুফা আক্তার বলেন, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা আমার ভাইকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমার ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসির চাই। মামলার অনেক আসামিই এখনো গ্রেপ্তার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এমনটাই দাবি জানাচ্ছি।

পাকুন্দিয়া থানার ওসি মো. মোবারক হোসেন বলেন, ‘মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরত্ব সহকারে দেখছে। ইতোমধ্যে মামলার প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন