আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের দাম নেই: ধর্ম উপদেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি
সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের দাম নেই: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, পৃথিবীতে মুসলমান আছে দুইশত কোটি, মানুষ আছে ৮০০ কোটি, আমরা ছাড়াও দুনিয়াতে আরো মানুষ আছে। বাংলাদেশের ৫৪ বছরে আমরা আখলাক ঠিক করেতে পারিনি, আমরা চোর, আমরা লুইচ্ছ্যা, আমরা ঘুষখোর, আমরা সুদখোর, আমরা লুটেরা, যে কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের দাম নাই।

শনিবার সন্ধ্যা ৬টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং মাঠে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের উদ্যোগে ২য় বার্ষিক সীরাতুন্নাবী সা. মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এদেশে আমাদের জন্ম, এদেশের মাটির নিচে আমরা চলে যাবো। এই দেশের সম্পদ গাছপালা আমরা কাটবো না, চুরি করবো না। দেশকে ভালোবাসবো, দেশকে মহব্বত করবো, এটার নাম দেশপ্রেম। দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে নিয়ে যায় তারা দেশের দুশমন। আজ হোক কাল হোক এদের বিচার হবে।

ধর্ম উপদেষ্টা বলেন- যারা জিতে তাদেরকে বলা হয় চ্যাম্পিয়ান, যেমন- ফুবল খেলা, ক্রিকেট খেলা ইত্যাদি। আমরা গোটা পৃথিবীতে দুর্নীতিবাজ হিসেবে বেশ কয়েকবার চ্যাম্পিয়ান হয়েছি। আমরা কি ভালো হবো না? আমরা কি ভালো হতে পারবো না?

তিনি বলেন, আমরা ক্ষমতার জন্য পাগল হই। টাকা পয়সা ধনদৌলত দেখলেই আমাদের আর হুস থাকে না। খবরদার! আল্লাহর আজাব আল্লাহর গজবের অপেক্ষা করুন।

মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা নুরুল্লাহ সফির পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন আল্লামা রশিদুর রহমান ফারুক বরুণা, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী রেজাউল করিব আবরার, মুফতী মোতালিব হুসাইন সালেহী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন