আল জাজিরার বিশ্লেষণ
গত এক মাস ধরে, ভারতীয় পুলিশ বেজেপি শাসিত রাজ্যগুলোতে অভিযান চালিয়ে বহু মুসলিম পুরুষদের গ্রেপ্তার করেছে। তাদের কিছু বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। তাদের অপরাধ একটাই-পোস্টার, টি-শার্ট বা সামাজিকমাধ্যম দেয়া পোস্টে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা।
কোরআনুল কারিম আল্লাহতায়ালার কালাম। এটি মানবজাতির পথপ্রদর্শক, বিশ্বজগতের জন্য রহমত আর ঈমানদারদের হৃদয়ের প্রশান্তি। মহান আল্লাহ স্বয়ং এই কিতাবের রক্ষার দায়িত্ব নিয়েছেন-‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমিই এর রক্ষাকারী।’ (সুরা হিজর : ৯)
রাণার কথায়, "মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়া হলে কোনও মামলা হয় না। মুসলমানরা তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী ধর্মীয় অনুভূতি ব্যক্ত করতে গেলেই এফআইআর দায়ের হয়ে যায়। এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতি দাবিয়ে রাখার চেষ্টা। এটা বরদাস্ত করা হবে না।