আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলাম বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম

আন্তর্জাতিক ডেস্ক
ইসলাম বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম

ইসলাম হচ্ছে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি অন্যান্য সব ধর্মের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এই ১০ বছরে মুসলমান জনসংখ্যা ৩৪৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, খ্রিস্টধর্ম দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল ধর্ম, তৃতীয় অবস্থানে রয়েছে কোনো ধর্মীয় সম্পৃক্ততা নেই এমন মানুষ। বিশ্ব জনসংখ্যায় হিন্দুদের অবস্থান চতুর্থ।

প্রতিবেদনটিতে মূলত সাতটি বিভাগের উপর দৃষ্টি নিবদ্ধ দেয়া হয়েছে। মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের মানুষ এবং যাদের কোনো ধর্মীয় সম্পৃক্ততা নেই।

গবেষণায় দাবি করা হয়েছে, ২০২০ সালে মুসলমান জনসংখ্যায় শিশুদের অনুপাত সবচেয়ে বেশি ছিল। বিশ্বব্যাপী মুসলান জনসংখ্যার ৩৩ শতাংশ ১৫ বছরের কম বয়সী। মুসলিমদের সন্তানের সংখ্যা অন্য সব বড় ধর্মের অনুসারীদের তুলনায় বেশি।

গবেষণায় ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বের ধর্মীয় অনুপাতে কী পরিবর্তন এসেছে, তা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দাবি করা হয়, খ্রিষ্টধর্ম এখনো বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। বিশ্বের মোট প্রায় ২৩০ কোটি মানুষ এ ধর্মের অনুসারী। তবে ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে ব্যবধান দিন দিন কমছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

অসুস্থ শিক্ষার্থীর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসীর এক অসাধারণ একতা

কাঁচা পাট রফতানিতে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

এলাকার খবর
খুঁজুন