বিছানায় পড়েছিল শিশুর লাশ, আরেক ঘরে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা মা

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২: ১৩

ফরিদপুরের সদরপুরে একটি বাড়ি থেকে শিশুসন্তান ও তার অন্তঃসত্ত্বা মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো—হোজাইফা মুন্সী (৫) ও মা সুমাইয়া আক্তার (২২)। হোজাইফার বাবার নাম রমজান মুন্সী।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুরে হোজাইফার মা-বাবাসহ পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী বাড়িতে দাওয়াত খেতে যান। ফিরে এসে তারা একসঙ্গে ঘুমান। বিকালে রমজান মুন্সী গরুর খামার পরিচর্যা করতে চলে যান।

বিজ্ঞাপন

রমজান মুন্সীর ফুপু মর্জিনা বেগম সাংবাদিকদের বলেন, সন্ধ্যার পর রমজানের ছোট ভাইয়ের বউ ফারহানা আক্তার দৌড়ে এসে জানায়, পাশের ঘরে সুমাইয়া গলায় রশি দিয়ে ঝুলছে। তখন দ্রুত তাকে নামিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আমি হোজাইফার ঘরে গিয়ে দেখি খাটের ওপর তার গলাকাটা লাশ পড়ে আছে। অন্যদিকে সুমাইয়াকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, সুমাইয়া ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাইচ্যা গ্রামের রমজান শেখের মেয়ে। গত ৭-৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সদরপুর থানার সাব ইন্সপেক্টর আলমগীর শরীফ আমার দেশকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তদন্ত না করে বলা সম্ভব নয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত