উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)
ফরিদপুরের সদরপুরে একটি বাড়ি থেকে শিশুসন্তান ও তার অন্তঃসত্ত্বা মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো—হোজাইফা মুন্সী (৫) ও মা সুমাইয়া আক্তার (২২)। হোজাইফার বাবার নাম রমজান মুন্সী।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুরে হোজাইফার মা-বাবাসহ পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী বাড়িতে দাওয়াত খেতে যান। ফিরে এসে তারা একসঙ্গে ঘুমান। বিকালে রমজান মুন্সী গরুর খামার পরিচর্যা করতে চলে যান।
রমজান মুন্সীর ফুপু মর্জিনা বেগম সাংবাদিকদের বলেন, সন্ধ্যার পর রমজানের ছোট ভাইয়ের বউ ফারহানা আক্তার দৌড়ে এসে জানায়, পাশের ঘরে সুমাইয়া গলায় রশি দিয়ে ঝুলছে। তখন দ্রুত তাকে নামিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আমি হোজাইফার ঘরে গিয়ে দেখি খাটের ওপর তার গলাকাটা লাশ পড়ে আছে। অন্যদিকে সুমাইয়াকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, সুমাইয়া ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাইচ্যা গ্রামের রমজান শেখের মেয়ে। গত ৭-৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা সদরপুর থানার সাব ইন্সপেক্টর আলমগীর শরীফ আমার দেশকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তদন্ত না করে বলা সম্ভব নয়।
ফরিদপুরের সদরপুরে একটি বাড়ি থেকে শিশুসন্তান ও তার অন্তঃসত্ত্বা মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো—হোজাইফা মুন্সী (৫) ও মা সুমাইয়া আক্তার (২২)। হোজাইফার বাবার নাম রমজান মুন্সী।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুরে হোজাইফার মা-বাবাসহ পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী বাড়িতে দাওয়াত খেতে যান। ফিরে এসে তারা একসঙ্গে ঘুমান। বিকালে রমজান মুন্সী গরুর খামার পরিচর্যা করতে চলে যান।
রমজান মুন্সীর ফুপু মর্জিনা বেগম সাংবাদিকদের বলেন, সন্ধ্যার পর রমজানের ছোট ভাইয়ের বউ ফারহানা আক্তার দৌড়ে এসে জানায়, পাশের ঘরে সুমাইয়া গলায় রশি দিয়ে ঝুলছে। তখন দ্রুত তাকে নামিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আমি হোজাইফার ঘরে গিয়ে দেখি খাটের ওপর তার গলাকাটা লাশ পড়ে আছে। অন্যদিকে সুমাইয়াকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, সুমাইয়া ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাইচ্যা গ্রামের রমজান শেখের মেয়ে। গত ৭-৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা সদরপুর থানার সাব ইন্সপেক্টর আলমগীর শরীফ আমার দেশকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তদন্ত না করে বলা সম্ভব নয়।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
৬ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
১৯ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগে