গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ১২ মে ২০২৫, ১৩: ২৮
আপডেট : ১২ মে ২০২৫, ১৪: ০১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার রাত সাড়ে ৯টায় মহাসড়কের চর বাউশিয়ায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোবারক হোসেন (৬০) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম করপাড়া গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মোবারক হোসেন পেশায় গাড়িচালক। উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দী গ্রামে ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মহাসড়ক পার হবার সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে রয়েছে। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত