হারানো গৌরব ফিরে পেয়েছে যশোর এমএম কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার। ছয় বছর পর এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জনতার ঢল নামে এই বেদিতে। ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
রাত ১২টা এক মিনিটে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানায় পুলিশ প্রশাসন, সরকারি মাইকেল মধুসূদন দত্ত (এমএম) কলেজ কর্তৃপক্ষ, যশোর জেলা বিএনপি, সাংবাদিক ইউনিয়ন যশোর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর শিক্ষাবোর্ড, সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
প্রসঙ্গত, ২০১৮ সালে শহরের মেয়র শহীদ মসিয়ূর রহমান সড়কদ্বীপের সংকুচিত স্থানে শহীদ মিনার নির্মাণ করা হয়। এরপর সেটিকে কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণা দিয়ে শ্রদ্ধা জানাতে বাধ্য করেন ফ্যাসিবাদী সরকারের প্রতিনিধি। তবে এমএম কলেজ ক্যাম্পাসের বেদিতেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর রীতি বহাল রাখে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবার ঐতিহ্যবাহী শহীদ মিনারের মর্যাদা ফিরিয়ে দেয় জেলা প্রশাসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

