আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর

পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার চাচাতো বোন পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছেন, আব্দুস সামাদের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ফাতেমা (১৪), ও চতুর্থ শ্রেণির ছাত্রী আফিয়া(১২)। শাহারুল ইসলামের মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী আলিয়া (১১) ইসছাক হোসেনের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী মিম (১৪)।

বিজ্ঞাপন

তারা চারজন রাজনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্মফুল তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে চার শিশুর লাশ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও জেলা প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন