ইবি শিক্ষার্থীদের ‘মার্চ ফর ইকসু’

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৭: ০৬

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের রোডম্যাপের দাবিতে ‘মার্চ ফর ইকসু’ করেছে শিক্ষার্থী ও ছাত্রনেতারা। সোমবার বেলা দুইটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একত্রিত হয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। পরে সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সাথে সাক্ষাৎ করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় উপাচার্য ছাড়াও সভাকক্ষে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সাবেক সমন্বয়ক এস এম সুইট, ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক খান, ইকসু গঠন আন্দোলনের বোরহান উদ্দিন, রাকিবুল ইসলাম, সাজ্জাতুল্লাহ শেখ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতাবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চারটি বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্র সংসদ করা সহজ কারণ তাদের গঠনতন্ত্রে আগে থেকেই আইন আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু আইনগত অনুমোদন নেই সেহেতু এটা কিভাবে করা যায় সে বিষয়ে ছাত্রদের সাথে আলাপ করবো বলেছিলাম। ইকসু ছাত্রদের দাবি। অবশ্যই এই দাবি পূরণ করবো।

সার্বিক বিষয়ে সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, আজ আমরা ইকসুর দাবি নিয়ে যে মার্চ ফর ইকসু একটি সম্মিলিত প্লাটফর্ম গঠন করেছিলাম, সে জায়গা থেকেই আজকে আমরা উপাচার্যের স্যারের দেখা করেছি। তিনি আমাদের নভেম্বরের ১৫ তারিখের মধ্যে ইকসু নির্বাচনের আউটলাইন দিয়েছেন। এছাড়াও ছাত্র ও শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে যেটি ইকসু গঠনতন্ত্র নিয়ে কাজ করবে। আশাকরি এই আউট লাইনের মধ্যে সকল ধরনের কাজ শেষ হবে।

এছাড়া আগামী সপ্তাহের মধ্যে কমিটি গঠনসহ নভেম্বরের মধ্য সপ্তাহের মধ্যে নির্বাচনের আশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত