চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ৯ জন নিহত

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০০: ৪০
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০০: ৫৯

চুয়াডাঙ্গায় গত ২০ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার চুয়াডাঙ্গায় একটি তেলবাহী ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ ৩ জন নিহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও চারজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সন্ধ্যার আগে জেলা সদরের জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুসহ আরও চারজন আহত হয়ে ভর্তি আছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। সবার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা থানা ভবনের সামনে পাখিভ্যান থেকে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১৩) এবং ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের জামাতা ও চেয়ারম্যানের মুরগির খামারের কর্মচারী পলাশ (৩৫)।

এর আগে বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পুরাতন বাস্তুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ইসাহক আলির বড় ছেলে আখতারুজ্জামান ( ৫০) বিদ্যুৎ সংযোগকৃত বিচালি কাটা মেশিনে বিচালি কাটছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। ছোট ভাই আলম হোসেন (৪০) তার বড় ভাই আখতারুজ্জামানকে বাঁচাতে গেলে তিনিও স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছে বলে শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত