আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যশোরে পাঁচ বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে পাঁচ বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ যুবক আটক

পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

আটক লিটন গাজী যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। আটক হওয়ার আগে তিনি নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে থাকতেন।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার গভীররাতে লিটন গাজীর মধুগ্রামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম। পরে তার ঘরের মধ্যে বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক লিটন গাজী অস্ত্র ও মাদক ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র তিনি কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন