যুবদল নেতা শামীম হত্যা, স্ত্রী-শ্যালক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৭: ৫০
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৭: ৫১

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদল নেতা শামীম আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

সোমবার বিকেলে এ ঘটনায় শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও তার ভাই বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বৃষ্টির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত চাপাতিও উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের কারণে স্ত্রী বৃষ্টি অনেক আগে থেকেই তার স্বামীকে হত্যার পরিকল্পনা করছিলেন। এই উদ্দেশ্যে তিনি একটি চাপাতিও জোগাড় করে রেখেছিলেন। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে বৃষ্টির ভাই বাদল চাপাতি দিয়ে কুপিয়ে শামীমকে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় বৃষ্টি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। এরপর হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রটি পাশের একটি গর্তে ফেলে দেওয়া হয়।

খুলনা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবির শুভ্র জানান, বৃষ্টির স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকার নিজ বাড়ির তৃতীয় তলায় খুন হন যুবদল নেতা শামীম আহমেদ। তিনি তালা উপজেলার উথালী গ্রামের আব্দুল গফফারের ছেলে এবং ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত