নড়াইলে জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৯: ০২

জমিসংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়ায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার উপজেলার বাহিরাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন স্থানীয় জাহাঙ্গীর শেখ (৬০) এবং তার ছেলে নাহিদ শেখ (২৮)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ৩০ শতক ফসলি জমির মালিকানা নিয়ে স্থানীয় কাওসার শেখের সঙ্গে জাহাঙ্গীর শেখের বিরোধ চলছিল। আজ দুপুরের দিকে জাহাঙ্গীর শেখ তার ছেলে নাহিদকে নিয়ে বিরোধপূর্ণ ওই জমি চাষ করতে গেলে হামলার শিকার হন।

বিজ্ঞাপন

কাওসার শেখের নেতৃত্বে অস্ত্রধারীরা বাবা-ছেলেকে নৃশংসভাবে কোপালে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। এ সময় নাহিদকে গুরুত্বর অবস্থায় ফেলে যায় তারা। পরে স্বজনরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

নাহিদকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বেলা ৩টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় কওসারের ছেলে কবির শেখ ও তাদের আরেক সহযোগী মুসাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা ।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘঠিত হয়। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত