পাঠক, লেখক, রাজনীতিক, সাংবাদিক, পেশাজীবী, কবি-সাহিত্যিক সহ সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শুভ কামনার মধ্য দিয়ে খুলনায় দৈনিক আমার দেশ’র নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার খুলনা প্রেসক্লাব চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সীমিত পরিসরে এই আয়োজন সময়ের ব্যবধানে বিশালতা লাভ করে এবং জনসমাগম প্রেসক্লাব অঙ্গন পেরিয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে। অন্তত তিন শতাধিক মানুষ আমার দেশ’র আয়োজনে অংশ নিয়ে তাদের শাভাশিস জানান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন মিডিয়া হাউজের পক্ষ থেকে ব্যুরো প্রধানের হাতে ফুলের ডালি তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দিনটির কর্মসূচিতে ছিল মাদ্রাসার হাফেজ ছাত্রদের অংশগ্রহণে কোরআন খতম, সংক্ষিপ্ত আলোচনা, দোয়া মোনাজাত ও কেক কাটা। সকাল থেকে প্রেসক্লাব মসজিদে হাফেজ ছাত্রদের অংশগ্রহণে কোরআনখানি হয়।
বেলা ১২ টায় খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের সভাপতিত্বে ও এমইউজের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন খুলনা সদর আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সহ সভাপতি শেখ নাসিরউদ্দিন, খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এমইউজের সভাপতি মো. রাশিদুল ইসলাম, বৈষম্য-বিরোধী আন্দোলনের সংগঠক আহম্মদ হামিম রাহাত। সার্বিক সমন্বয় করেন আমার দেশ ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি ও ফটো সাংবাদিক সেলিম গাজী।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, আমার দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ভূমিকা রাখায় অতীতে নিপীড়নের শিকার হয়েছিল। এখনও পত্রিকাটি আধিপত্যবাদের বিরুদ্ধে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে। যেখানে সেনাপতির ভূমিকা পালন করছেন অদম্য দেশপ্রেমিক সম্পাদক মাহমুদুর রহমান। ফ্যাসিবাদী শাসনামলে একদিকে কিছু সাংবাদিক লেজুড়বৃত্তি করে বিপুল অর্থ বিত্তের মালিক হয়েছে। অন্যদিকে মাহমুদুর রহমান, শফিক রেহমান, আবুল আসাদ, শওকত মাহমুদের মতো সম্পাদক এবং অজ¯র সাংবাদিককে মামলা নির্যাতনের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্টের তাবেদররা যে এখনও শক্তিশালী ও চক্রান্তে লিপ্ত তার প্রমাণ অদম্য জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদীর নির্মম মৃত্যু। এই মৃত্যু প্রমাণ করে ভারতে আশ্রয় নেওয়া ফ্যসিস্ট ও তার দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। তাই আমাদেরকে থেমে থাকলে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ করে দেশ-বিরোধী যে কোন চক্রান্ত রুখে দিতে হবে।
এরপর দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হাবিব। এ সময় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদ, জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল যোদ্ধা, বিশেষত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফরাজি, বিএনপি নেতা গাজী তফসির আহমেদ, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মো: আনিসুজ্জামান, এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, কৌশিক দে, মুহাম্মদ নুরুজ্জামান, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নুর, এরশাদ আলী, জিয়াউস সাদাত, মাহবুবুর রহমান মুন্না, আমিরুল ইসলাম, প্রবীর বিশ্বাস, উত্তম মন্ডল, অভিজিৎ পাল, মাশরুর মুর্শেদ, বশির হোসেন, এম এ হাসান, আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, নাজমুল হক পাপ্পু, সাইফুল্লাহ বাবু, এস এম হাফিজুর রহমান, ইসলামি ছাত্রশিবিরের ইসরাফিল হোসেন, এস এম বেলাল হোসেন, বৈষম্য-বিরোধী আন্দোলনের সাঈফ নেওয়াজ, আপ বাংলাদেশের ফয়জুল্লাহ শাকিল, শিশু হাসপাতালের সুপার ডা. প্রদীপ দেবনাথ, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সাহিত্য সংগঠক লেখক আজাদুল হক আজাদ, মনিরুজ্জামান মোড়ল, এ জি রানা, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম, হুমায়ুন কবির, ব্যাংকার্স ইউনিয়ন নেতা খায়রুল ইসলাম লাল, মাহবুব হোসেন, বিদ্যুৎ ইউনিয়ন নেতা আলমগীর হোসেন, বড় বাজার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি শামীম খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

