কুষ্টিয়ায় পিতার মৃত্যুর পর পুত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১১

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক অশান্তির জেরে অসুস্থ হয়ে পিতার মৃত্যুর পর পুত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বাগুলাট ইউনিয়নে উদয় নাতুরিয়া গ্রামের এঘটনায় মৃতরা হলেন শম্ভু চরণ ও তার ছেলে বিজয় কুমার।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, পিতা-পুত্রের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলের সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাঁটির পর মানসিক চাপ সইতে না পেরে শম্ভু চরণ অসুস্থ হয়ে মারা যান। শোক ও অনুতাপ থেকে ছেলে বিজয় কুমার আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে বলেন তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে পিতা পুত্রের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়। পরে রাত ১১টার দিকে পিতা শম্ভু চরণ অসুস্থ হয়ে মারা যান। এদিকে, শুক্রবার সকালে বাড়ির পাশের বাতাবি লেবু গাছে বিজয় কুমারের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। পিতা পুত্রের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত