আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, দেশে ফিরলেন ১২ বাংলাদেশি

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, দেশে ফিরলেন ১২ বাংলাদেশি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দর্শনা সীমান্তের মেইন পিলার ৭৬-এর শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষ থেকে দর্শনা কম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং বিএসএফের পক্ষ থেকে গেদে কম্পানি কমান্ডার এ. সি. সুরিন্দর সিং উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচনার একপর্যায়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা ১২ বাংলাদেশিকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে নয়জন পুরুষ, দু’জন নারী এবং একজন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে তারা বসবাস করছিলেন।

বিজিবির পরিচালক নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।’

পরে বিজিবি হস্তান্তরকৃত ব্যক্তিদের দর্শনা থানায় সোপর্দ করে। বিষয়টি দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন