জিয়া পরিবারের সীমাহীন ত্যাগে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: কৃষিবিদ শামীম

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৯: ৪৩

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বিগত দিনে বিভিন্ন সময় ফ্যাসিস্ট সরকারসহ ক্ষমতালোভীরা গণতন্ত্র হরণ করেছে। আর জিয়া পরিবারের সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এখন ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি সবসময় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জনকল্যাণে কাজ করে গেছেন।

বৃহস্পতিবারব সকাল সাড়ে ১২টায় বাগেরহাটে স্বাধীনতা উদ্যানে ওলামা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কৃষিবিদ শামীম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের যে ৩১ দফার নির্দেশনা রয়েছে সেটি আমরা বাস্তবায়ন করতে পারলে ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। জামায়াত ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করছে এগুলো ওলামা দল রুখে দিবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত