আসন না ফিরলে অচল হবে মোংলা বন্দর: হুঁশিয়ারি জামায়াত নেতার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৫: ১০

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসন একীভূত করে দেয়ার গণবিরোধী সিদ্ধান্ত বাতিল না করলে মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম অচল করে দেয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোংলা পৌর সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

বিজ্ঞাপন

শনিবার সকালে মোংলা পৌরসভার সামনে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে তিনি বলেন, “ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত নির্বাচন কমিশন। বাগেরহাট-৩ আসন একীভূত করার সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক চক্রান্ত।”

তিনি আরও বলেন, “রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন এখানকার মানুষের আবেগ, অনুভূতি ও অস্তিত্বের প্রতীক। এটা মুছে দেয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না। সরকার যদি জনগণের দাবি মানতে ব্যর্থ হয়, তাহলে মোংলা বন্দরসহ উপকূলজুড়ে অচলাবস্থা তৈরি হবে। প্রয়োজনে আমরা রাজপথ দখলে নেবো।”

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মোংলা উপজেলা শাখার আমির হজরত মাওলানা মো. আবু হানিফ। তিনি বলেন, “যারা নিজেদের সুবিধা অনুযায়ী নির্বাচনি সীমানা কাটছাঁট করে, তারা গণতন্ত্রের শত্রু। জনগণের রায় ছিনিয়ে নেয়ার এই সিদ্ধান্তকে আমরা চরমভাবে প্রত্যাখ্যান করছি।”

পৌর জামায়াতের নায়েবে আমির হজরত মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে এই কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো. হোসেন, মাওলানা আব্দুর রহমান, মো. আনিসুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আবিদ হাসান, হজরত মাওলানা ওমর ফারুক প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত