অবিরাম বর্ষণে নাকাল খুলনাবাসী

খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৮: ৫৭

অবিরাম বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে খুলনা মহানগরবাসী। বেশিরভাগ সড়ক ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। নগরীর সড়ক, ড্রেনেজ, স্যুয়ারেজসহ উন্নয়নকাজের ধীরগতির কারণে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ নগরবাসীর।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৪৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

খুলনা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে, কয়েকদিনের ভারি বৃষ্টিতে বেশ কিছু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্ষার পানিতে ডুবে গেছে শত শত মাছের ঘের।

নগরী ঘুরে দেখা গেছে, আহসান আহমেদ রোড, খানজাহান আলী সড়কের পিটিআই থেকে রয়েল মোড়, কেএমপি সদর দপ্তর, দোলখোলা মোড়, নতুন বাজার, লবণচরা, টুটপাড়া, নতুন রাস্তা মোড়, আবু নাসের হাসপাতাল এলাকা, মুজগুন্নি সড়কের বয়রা পুলিশ লাইন এলাকার সড়কে হাঁটুপানি। যেসব সড়কে উন্নয়নকাজ চলছে, সেখানে ভোগান্তি আরও বেড়েছে।

অবিরাম বর্ষণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। রাতভর টানা বৃষ্টির পর সকালেও তা অব্যাহত থাকায় যানবাহন সংকট দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে অফিস বা কর্মক্ষেত্রে পৌঁছাতে উচ্চ ভাড়ায় কিংবা পায়ে হেঁটে যেতে হচ্ছে তাদের। ভোগান্তির শেষ নেই স্কুল কলেজ শিক্ষার্থীদেরও। এইচএসসি পরীক্ষার্থীরা ভিজে পুড়ে আসছেন কেন্দ্রে। এছাড়া স্কুল গুলোতে অর্ধবার্ষিক পরীক্ষা চলায় তাদেরকেও সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বেশ কিছু স্কুলে গতকাল ও আজ নির্ধারিত সময় থেকে অন্তত ১০/১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হয়েছে বলে অভিভাবক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত