ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের ৫ দিন পর এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মিলন হোসেন (১৯)। সে হরিণাকুন্ডু উপজেলার লক্ষীপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
নিহতের পরিবারিক সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় মিলন মাগরিবের নামাজ পড়তে লক্ষীপুর নিজবাড়ী থেকে মহল্লার মসজিদে যায়। তারপর সে আর বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাখুজির পর মিলনকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় জিডি করা হয়। নিখোঁজের ৫ম দিনের মাথায় শনিবার বিকেলে লক্ষীপুর গ্রামের মাঠে কৃষি জমিতে কাজ করতে গিয়ে কৃষকরা মিলনের গলিত মৃতদেহ দেখতে পায়। পরে পারিবারের সদস্যরা লাশের পরনে থাকা কাপড় চোপড় দেখে মিলনকে সনাক্ত করে।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

