খুলনায় পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯: ৪২
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১১: ৩০
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৩ আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিলেরডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানিয়েছেন, দুর্ঘটনালেই ইজিবাইকের চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ থেকে ৮ জন যাত্রী নিয়ে ইজিবাইকটি ডুমুরিয়া বাজার থেকে খুলনা নগরীর দিকে যাচ্ছিল। ঝিলেরডাঙায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর খুলনা–সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত