মহেশপুরে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৫: ১৪

মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের অধীন মাটিলা বিওপি এলাকার সীমান্ত মেইন পিলার ৫৩-এর নিকট সীমান্তের শূন্যরেখা বরাবর এ বৈঠক অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি’র নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অপরদিকে, বিএসএফ-এর পক্ষে ৫৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শৈলেশ কুমারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার ও গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও উন্মুক্ত ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের মধ্যে মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে উভয় বাহিনীর প্রতিনিধি দল আগামী দিনগুলোতে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ পর্বটি শেষ হয় বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত