খুলনা ব্যুরো
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে পুলিশের উপর হামলা চালিয়ে চাঁদাবাজি মামলার আসামি ছিনিয়ে নেয়া হয়েছে। হামলায় পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ তিনজন আহত হন। পুলিশের উপর হামলার ঘটনায় দিঘলিয়া থানায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য মাঝিরগাতীতে অভিযান চালিয়ে কাঁচা বাজার এলাকা থেকে তৈয়ব মুন্সি (২৬) নামের একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সাথে সাথেই গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সির নেতৃত্বে স্থানীয় কিছু ব্যক্তি পুলিশের ওপর
হামলা চালিয়ে তৈয়ব আসামিকে ছিনিয়ে নেয়।
এ সময় তাদের হামলায় মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসুদ (৪৫), এসআই আহম্মদ আলী (৩৫) ও কনস্টেবল ইব্রাহিম (৩৫) আহত হন। আহতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে।
মাঝিরগাতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসুদ বলেন, ‘তৈয়ব মুন্সি একটি চাঁদাবাজি মামলার এজাহার নামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটকের পরপরই গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল
চেয়ারম্যান সোহাগ মুন্সি তার লোকজন নিয়ে মব সৃষ্টি করে। তারা লাঠিসোঁটা দিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে আমিসহ তিনজন পুলিশ সদস্য আহত হই।’
এদিকে, পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার পরপরই দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে ১৬ সদস্যের পুলিশের একটি দল মাঝিরগাতী এলাকায় অভিযান চালায়। রাতভর অভিযান শেষে মো. ওসমান শেখের পুত্র জামিরুল ইসলাম, সৈয়দ আ. রাজ্জাকের পুত্র সৈয়দ আব্দুল করিম ও মৃত রতন শেখের পুত্র লিটন শিকদারকে আটক করে পুলিশ।
এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সিকে প্রধান আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে এজাহার নামীয় উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে পুলিশের উপর হামলা চালিয়ে চাঁদাবাজি মামলার আসামি ছিনিয়ে নেয়া হয়েছে। হামলায় পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ তিনজন আহত হন। পুলিশের উপর হামলার ঘটনায় দিঘলিয়া থানায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য মাঝিরগাতীতে অভিযান চালিয়ে কাঁচা বাজার এলাকা থেকে তৈয়ব মুন্সি (২৬) নামের একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সাথে সাথেই গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সির নেতৃত্বে স্থানীয় কিছু ব্যক্তি পুলিশের ওপর
হামলা চালিয়ে তৈয়ব আসামিকে ছিনিয়ে নেয়।
এ সময় তাদের হামলায় মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসুদ (৪৫), এসআই আহম্মদ আলী (৩৫) ও কনস্টেবল ইব্রাহিম (৩৫) আহত হন। আহতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে।
মাঝিরগাতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসুদ বলেন, ‘তৈয়ব মুন্সি একটি চাঁদাবাজি মামলার এজাহার নামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটকের পরপরই গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল
চেয়ারম্যান সোহাগ মুন্সি তার লোকজন নিয়ে মব সৃষ্টি করে। তারা লাঠিসোঁটা দিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে আমিসহ তিনজন পুলিশ সদস্য আহত হই।’
এদিকে, পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার পরপরই দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে ১৬ সদস্যের পুলিশের একটি দল মাঝিরগাতী এলাকায় অভিযান চালায়। রাতভর অভিযান শেষে মো. ওসমান শেখের পুত্র জামিরুল ইসলাম, সৈয়দ আ. রাজ্জাকের পুত্র সৈয়দ আব্দুল করিম ও মৃত রতন শেখের পুত্র লিটন শিকদারকে আটক করে পুলিশ।
এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সিকে প্রধান আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে এজাহার নামীয় উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৭ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে