আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

জেলা প্রতিনিধি, মেহেরপুর
পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

মেহেরপুরের মুজিবনগরে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে মেইন পিলার ১০৫-এর নিকটে শূন্য লাইনে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় ভারতে অবৈধভাবে বসবাসরত ৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে তারা। তাদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও ৫ জন শিশু রয়েছে।

জানা গেছে, পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে পূর্বে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৯ বাংলাদেশিকে বিএসএফ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করে উড়িষ্যা রাজ্যে বসবাস করছিলেন। ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন