
খুলনা ব্যুরো

খুলনা নগরীর দৌলতপুর থানা এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ১৫ রাউন্ড গুলি ছুড়েছে।
মঙ্গলবার ভোররাতে কার্তিককূল ও পশ্চিমপাড়া এলাকায় পরপর এই দুটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মোহাম্মদ মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে ছয় রাউন্ড এবং কথিত মাদক ব্যবসায়ী কানা মেহেদীর বাড়ি লক্ষ্য করে নয় রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক মুখে হেলমেট পরে ঘটনাস্থলে আসে। তারা প্রথমে কার্তিককূল এলাকায় লিটুর বাড়ির সামনে থেমে একে একে গুলি ছোড়ে। এরপর পশ্চিমপাড়ায় গিয়ে মেহেদীর বাড়িতেও একইভাবে গুলিবর্ষণ করে দ্রুত স্থান ত্যাগ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, ‘কুয়েটের কর্মচারী লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। একইভাবে মেহেদীর বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে এ হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত চলছে।’
স্থানীয়দের মধ্যে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

খুলনা নগরীর দৌলতপুর থানা এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ১৫ রাউন্ড গুলি ছুড়েছে।
মঙ্গলবার ভোররাতে কার্তিককূল ও পশ্চিমপাড়া এলাকায় পরপর এই দুটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মোহাম্মদ মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে ছয় রাউন্ড এবং কথিত মাদক ব্যবসায়ী কানা মেহেদীর বাড়ি লক্ষ্য করে নয় রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক মুখে হেলমেট পরে ঘটনাস্থলে আসে। তারা প্রথমে কার্তিককূল এলাকায় লিটুর বাড়ির সামনে থেমে একে একে গুলি ছোড়ে। এরপর পশ্চিমপাড়ায় গিয়ে মেহেদীর বাড়িতেও একইভাবে গুলিবর্ষণ করে দ্রুত স্থান ত্যাগ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, ‘কুয়েটের কর্মচারী লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। একইভাবে মেহেদীর বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে এ হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত চলছে।’
স্থানীয়দের মধ্যে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

খতিব মুহিবুল্লাহ মাদানীর অপহরণের ঘটনা সাজানো নাটক বলে দাবি করছে পুলিশ। এ ঘটনায় মুহিবুল্লাহ মাদানী সোমবার রাতে নিজেই পুলিশের কাছে দীর্ঘ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ বলছে, তিনি নিজেই ‘অপহরণ’ নাটক মঞ্চস্থ করে দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরির পায়তারা করেছেন।
১০ মিনিট আগে
নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির মূল-হোতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৫। এসময় উদ্ধার করা হয় অপহরণের শিকার হওয়া ওই ব্যবসায়ীকে।
৩৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ বৈধতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের স্বাক্ষরে প্রকাশ করতে হবে। রাষ্ট্রপতির আদেশ বৈধ বা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না ।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাত ৪টা ২০ মিনিটে কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনাস্থ ষাইট্টাঘোনা এলাকায় বিশেষ এই অভিযান চালানো হয়। ওই সময় একটি একনলা বন্দুক, দুইটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে