অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৪: ৩৯
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৪: ৪০

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ডাকাত আলমগীর হোসেন সাগর (৪৫) মোংলার স্থানীয় বাসিন্দা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শেলা নদীসংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় আসে। গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কোস্টগার্ড ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ড ধাওয়া দিয়ে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আমার দেশকে এ তথ্য জানান, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত