আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হিন্দু সম্প্রদায়ের ইসরাইল বিরোধী সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের ইসরাইল বিরোধী সমাবেশ
সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের ইসরাইল বিরোধী সমাবেশ

সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরস্ত্র ফিলিস্তিনদের রক্তক্ষরণ, শিশু, নারী ও সাধারণ মানুষ হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় কালীমাতা মন্দির কমিটির ও এলাকাবাসীর আয়োজনে ‘যুদ্ধ নয়, শান্তি চাই, নিরস্ত্র ফিলিস্তিনিদের রক্তক্ষরণ বন্ধ কর, শিশু হত্যা, নারী হত্যা, সাধারণ মানুষ হত্যা বন্ধ কর, বিশ্ববাসী এক হও, ইসরাইলকে রুখে দাও’ এই শ্লোগানকে সামনে রেখে উক্ত প্রতিবাদী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে নলতা কালীমাতা মন্দির কমিটির সভাপতি বাবু হরিদাস মন্ডলের সভাপতিত্বে ও সহ-সভাপতি বাবু দিপক কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি পুরঞ্জন কুমার স্বর্ণকার, সাধারণ সম্পাদক বাবু উদয় কুমার পাল, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক মানস চক্রবর্তী, প্রভাষক অনন্ত কুমার মন্ডল, শিক্ষক প্রশান্ত রায়, কৃষ্ণপদ সরদার, ব্রজেন স্বর্ণকার মিঠু, সাধন দাস প্রমুখ। এছাড়াও সমাবেশে ইসলামী আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের জনগণ অংশগ্রহণ করেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...