ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে শাহরিয়ার রহমান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার গাড়াপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শাহরিয়ার কয়েকজন বন্ধুকে নিয়ে গ্রামের পাশের মাথাভাঙ্গা বিলে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ তাকে বিষধর সাপ কামড়ে দেয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওঝার কাছে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়েছিল। পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

