গণপিটুনির পর শ্বশুরবাড়িতে ঘুমের ওষুধ সেবন, মৃত্যু নিয়ে গভীর রহস্য

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ০৬
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৩

ঝিনাইদহে গণপিটুনির শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালে মারা যান সুজন মিয়া (২৭)।

বিজ্ঞাপন

তিনি মুন্সিগঞ্জের শ্রীপুর উপজেলার পূর্ববাগড়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং ঝিনাইদহ শহরের খোন্দকারপাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, বুধবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে রোগীর ব্যাগ চুরির অভিযোগে স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তিনি বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ি যান এবং ঘুমের ওষুধ সেবন করেন। পরে অচেতন অবস্থায় তাকে সদর হাসপাতালের নিচতলায় পড়ে থাকতে দেখেন কর্মীরা। সেখান থেকে তাকে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, গণপিটুনির শিকার হওয়ার পরদিন অচেতন অবস্থায় হাসপাতালের নিচতলায় পড়ে থাকার ঘটনাকে রহস্যজনক বলে দাবি করেছেন সুজনের স্বজনরা।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে অচেতন অবস্থায় সুজনকে হাসপাতালে আনা হয় এবং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত