খুলনার দিঘলিয়া উপজেলায় ভৈরব নদীর তীরে শেখ হাসিনা-শেখ রেহানার দৃষ্টিনন্দন রেস্ট হাউজ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রেস্ট হাউজে ভাঙচুর শুরু করে তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। রেস্ট হাউজের দরজা, জানালা, বাথরুমের ফিটিংস খুলে নিয়ে যায়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা খুলনার শেখ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এর পর খুলনা বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজের শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দেয় ছাত্র জনতা। এবার ভেঙে দেয়া হয় শেখ হাসিনা-শেখ রেহানার রেস্ট হাউজ।
উল্লেখ্য, দিঘলিয়ার নগরঘাট সংলগ্ন ভৈরব নদের তীরে হাসিনার মা ফজিলাতুন নেছা মুজিবের ৪ বিঘার মতো সম্পত্তি ছিল। মায়ের ওয়ারেশ সূত্রে ওই সম্পত্তির মালিক শেখ হাসিনা ও শেখ রেহানা। সম্পত্তির ওপর থাকা পুরানো গোডাউন ভেঙে আধুনিক একটি গোডাউন তৈরি করা হয়েছে। গোডাউনে সামনে ভৈরব নদের তীর সংলগ্ন দৃষ্টিনন্দন এ রেস্ট হাউজ তৈরি করা হয়।
শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষবিশিষ্ট ঘর ছিল, যা তার ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

