আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে ককটেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি, নড়াইল

চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে ককটেল নিক্ষেপ

নড়াইলে চাঁদার দাবিতে এ ব্যবসায়ীর বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এতে কেউ হাতহত হয়নি। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আসাদুল খন্দকার। তিনি সদরের আগদিয়া গ্রামের বাসিন্দা। ঘটনা জড়িতেদের শনাক্তে কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

ব্যবসায়ী আসাদুল খন্দকার জানান, ২৭ অক্টোবর আসাদুলের মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে ৬ লাখ টাকা চাঁদা চেয়ে এক ব্যক্তি দু’দফা ফোন দেয়। এ জেরে ২৮ অক্টোবর সদর থানায় আসাদুল এ সংক্রান্তে অভিযোগ দেন। এর পরদিন এ ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি আসাদুলের বসত বাড়ির উঠানে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মূলত আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন