আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যশোরে হাঁসের খামারে অস্ত্র মদ পুলিশের পোশাক, আটক ৩

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে হাঁসের খামারে অস্ত্র মদ পুলিশের পোশাক, আটক ৩

ঝিকরগাছার কাউরিয়া আউলিয়াপাড়ায় একটি হাঁসের খামারে অভিযান চালিয়ে দেশি অস্ত্র, মদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ডিবি পুলিশের বিশেষ টিম ও ঝিকরগাছা থানা পুলিশ অংশ নেয়।

আটক ব্যক্তিরা হলেন কাউরিয়া মুন্সিপাড়ার মাহবুবুর রহমান, পারবাজার গ্রামের জাসিবুল ইসলাম হাসিব ও মণিরামপুরের ইউনুস আলী। অভিযানকালে হাসুয়া, রামদা, কুড়াল, ওয়াকিটকি, খেলনা পিস্তল, যৌনতা-সংশ্লিষ্ট সরঞ্জাম, মদ, সিসি ক্যামেরা ও পুলিশের পোশাকসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হাঁসের খামার ও মাছের ঘেরের আড়ালে যৌনকর্ম, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধ চালাতো একটি চক্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের প্রধান ও খামার মালিক সোহাগ পালিয়ে যান। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম দেখে ধারণা করা হচ্ছে, চক্রটি দীর্ঘদিন ধরে সংগঠিত অপরাধে জড়িত। প্রধান অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন