খুলনায় যাচ্ছেন এনসিপি নেতারা

খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৮: ০৫
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮: ৫১

গোপালগঞ্জ থেকে খুলনায় আসছেন এনসিপির নেতাকর্মীরা। তাদেরকে নিয়ে আসতে নগরীর শিববাড়ি মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শতাধিক নেতাকর্মী। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে শিববাড়ি মোড় থেকে বেশকিছু মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপযোগে তারা রওয়ানা হয়েছেন।

বিজ্ঞাপন

এ সময় এনসিপির অন্যতম সংগঠক আহমদ হামিম রাহাত জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ গোপালগঞ্জকে জুলাই বিপ্লবের যোদ্ধাদের রক্তের রণেক্ষত্র বানিয়েছে। আমরা কাউকে ছাড় দেবো না। খুনের সাথে জড়িত সবাইকে আমরা কঠোর ভাবে দমন করবো। কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করে খুলনায় নিয়ে আসার জন্য আমরা মোল্লাহাট যাচ্ছি।

এরআগে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগ ক্যাডারদের ন্যাক্কারজক হামলা ও তাণ্ডবের প্রতিবাদে বিকেলে শিববাড়ি মোড়ে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা প্রান্ত থেকে জমায়েত হন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এখানে চলতে থাকে শ্লোগান ও মিছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ চৌধুরী, সাজিদুল ইসলাম বাপ্পি, ফাহমিদ ইয়াসি, মেনান মুশফিক, ওয়াহিদ অনি, সাইফ নেওয়াজ, তাসনিম আহমেদ, মাহদী হাসান সীন, সানজিদা আক্তার, আলামিন, মাসুদুর রহমান, আব্দুর রহমান, মহররম হাসান মাহিম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত