স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেলেন বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২: ১৫

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার আলহাজ কুদ্দুস বিশ্বাস (মাছ কুদ্দুস) স্ত্রীর দেয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়ে হেলিকপ্টারে ফিরলেন নিজ গ্রামে।

বিজ্ঞাপন

মাছ ব্যবসায়ে জড়িত থাকায় তিনি এলাকায় মাছ কুদ্দুস নামে পরিচিত। তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বছর খানেক আগে কুদ্দুস বিশ্বাসের দুটো কিডনি নষ্ট হয়ে যায়। কিছু দিন আগে হঠাৎ করেই বিছানায় পড়ে যান তিনি। এতে বিচলিত হয়ে পড়েন তার স্ত্রী ফারজানা বেগম। তিনি স্বামীর জীবন বাঁচাতে তার একটি কিডনি দান করেন। কুদ্দুস বিশ্বাস তুরস্কের একটি হাসপাতালে ৪ মাস চিকিৎসা নিয়ে সুস্থ হন।

গতকাল (শুক্রবার) বিকালে ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারযোগে নিজ গ্রাম বাগআঁচড়ার পিপড়াগাছি জনতা ইকোপার্ক মাঠে পৌঁছালে গ্রামের লোকজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

কুদ্দুস বিশ্বাস জানান, সৃষ্টিকর্তা তাকে নতুন জীবন দান করে আবারো মানুষের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তার সুস্থতার জন্য অনেক মানুষ দোয়া করেছেন। তিনি প্রথমে সৃষ্টিকর্তা, তারপর স্ত্রী ও গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত